যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কাঠামো চুক্তি
 
                                        যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদি একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্স (সাবেক টুইটার) পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান
তিনি জানিয়েছেন, এই কাঠামো চুক্তি দুই দেশের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা, প্রতিরক্ষা সহযোগিতা ও প্রযুক্তিগত সমন্বয় আরও জোরদার করবে। হেগসেথ বলেন, এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরই যুক্তরাষ্ট্র এই চুক্তির ঘোষণা দেয়। দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, তথ্য বিনিময়, যৌথ মহড়া ও প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তরসহ বিস্তৃত সহযোগিতা কাঠামো এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার অংশ হিসেবেই এই চুক্তি স্বাক্ষরিত হলো, যা দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন ভূরাজনৈতিক ভারসাম্য আনবে বলে বিশ্লেষকদের ধারণা।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    