তুলসী গ্যাবার্ডের মন্তব্য

অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতির সমাপ্তি হয়েছে

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:০০ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আলশারাকে গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রশাসন। আলশারা একসময় আল-কায়েদার সদস্য ছিলেন এবং ইরাকে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি ছিলেন দীর্ঘ সময়।

তবে যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও, তিনি সতর্ক করেছেন যে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকান কৌশল এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে, পৃথিবীকে ১৫০ বার দেয়া যাবে

গ্যাবার্ড ট্রাম্পের দক্ষিণ আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন, মাদক বহনের অভিযোগে অভিযুক্ত জাহাজে হামলা, এবং ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন: আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তুলসী গ্যাবার্ড বলেন, গাজায় যুদ্ধবিরতি এখনো ভঙ্গুর। শান্তি টিকিয়ে রাখতে বহুপক্ষীয় প্রচেষ্টা জরুরি।

এদিকে ইরান সম্প্রতি নিজেদের পারমাণবিক স্থাপনায় নতুন কার্যক্রম শুরু করেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।

গ্যাবার্ড আরও বলেন, সামনের পথ সহজ হবে না, তবে ট্রাম্প তার নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, আহমাদ আলশারার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে।

একই সঙ্গে ইরান, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।