আল-হুথির অভিযোগ

মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ মানুষ হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গত দুই দশকে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল-মালিক আল-হুথি। মঙ্গলবার শহীদ সম্মাননা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক স্মরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইয়েমেনে এ স্মরণ কার্যক্রম এক সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলবে।

আল-হুথি বলেন, একটি জাতি যখন আল্লাহর পথে জিহাদের মনোভাব ধারণ করে এবং শাহাদতের আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে এগিয়ে যায়, তখন সেই জাতি গৌরবের সঙ্গে বিপদ মোকাবিলা করতে পারে। তিনি শহীদদের স্মরণকে জাতীয় মর্যাদা ও আত্মমর্যাদা রক্ষার বাঁধ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: নতুন পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া: পুতিন

মুসলিম উম্মাহর ইতিহাসে ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বড় বড় ট্র্যাজেডি সংঘটিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশেই স্বীকার করেছে যে গত ২০ বছরে তারা প্রায় ৩০ লাখ মানুষ হত্যা করেছে; যাদের অধিকাংশই ছিলো মুসলিম এবং দুর্বল অবস্থায় থাকা সাধারণ মানুষ।

তিনি অভিযোগ করেন, আমেরিকা ও তার সহযোগীরা ক্ষুধা এবং অস্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মুসলিম জনগণকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করেছে, তবে তা ব্যর্থ হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিভিন্ন মুসলিম জাতিকে মানসিক ও সাংস্কৃতিকভাবে দুর্বল করে দাসত্বে আবদ্ধ করার চেষ্টা করেছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

আল-হুথির দাবি, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কোনো দয়া নেই, নিজেদের স্বার্থ পূরণে তারা যেকোনো ধরণের অপরাধ করতে প্রস্তুত। বিশ্বব্যবস্থায় মুসলিম জাতিগুলোকে দুর্বল করে শাসন করা তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

সূত্র: মেহের নিউজ