ভেনেজুয়েলায় আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
শুক্রবার (১৪ নভেম্বর) এয়ারফোর্স ওয়ান-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি এখনই বলতে পারব না, তবে হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি। ভেনেজুয়েলার সঙ্গে আমরা মাদক পাচার রোধে অনেক দূর এগিয়েছি।”
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযান উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে। তবে প্রতিবেশী মেক্সিকো ও কলম্বিয়ার কারণে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। তার ভাষায়, “আমাদের মেক্সিকো সমস্যা আছে, কলম্বিয়া সমস্যা আছে। তবে আমরা ভালো করছি। দেশে মাদক প্রবেশ এখন অনেকটাই কমে গেছে।”
গত দুই মাসে দক্ষিণ আমেরিকা থেকে আসা মাদকবাহী বলে দাবি করা ২১টি নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যদিও এসব নৌযান সত্যিই মাদক পরিবহন করছিল—এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র প্রকাশ করেনি। হামলায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর জবাবে ভেনেজুয়েলা দেশজুড়ে সেনা ও বেসামরিক মিলিশিয়া মোতায়েন করেছে।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র
এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ঘোষণা দেন নতুন সামরিক অভিযান ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ শিগগিরই শুরু হবে। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকশনের নির্দেশ দিয়েছেন—আর যুদ্ধ দপ্তর তা বাস্তবায়ন করছে।” মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি আরও জানান, এ অভিযানের লক্ষ্য ‘আমাদের অঞ্চল থেকে নরকো-সন্ত্রাসীদের উচ্ছেদ’ করা।
মিডিয়া রিপোর্টে বলা হয়, ট্রাম্পের সিনিয়র সামরিক কর্মকর্তারা হোয়াইট হাউসে এক বৈঠকে তাকে ভেনেজুয়েলায় সামরিক হামলাসহ বিভিন্ন বিকল্প তুলে ধরেছেন। জয়েন্ট চিফস চেয়ারম্যান ড্যান কেন ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা আসন্ন দিনের সামরিক বিকল্প সম্পর্কে প্রেসিডেন্টকে ব্রিফ করেছেন।





