লাটভিয়ায় পুরুষের তীব্র সংকট, ‘স্বামী ভাড়া’ নিচ্ছেন নারীরা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৩ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লাটভিয়ায় পুরুষের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু নারী এখন দৈনন্দিন গৃহস্থালি বা মেরামত কাজ সামলাতে ‘স্বামী ভাড়া’ পরিষেবার ওপর নির্ভর করছেন। দেশটিতে লিঙ্গ বৈষম্যের এ চিত্র তুলে ধরেছে দ্য নিউ ইয়র্ক পোস্ট।

ইউরোস্ট্যাটের তথ্যে দেখা যায়, লাটভিয়ায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি— যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৈষম্যের তুলনায় তিনগুণেরও বেশি। ওয়ার্ল্ড অ্যাটলাস জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই ব্যবধান আরও বিস্তৃত; সেখানে নারীর সংখ্যা পুরুষের দ্বিগুণ।

আরও পড়ুন: অমুসলিম বিদেশিদের জন্য মদ বিক্রি শুরু করল সৌদি আরব

পুরুষ সংকটের কারণে সাধারণ অনেক কাজও নারীদের জন্য কঠিন হয়ে উঠছে। উৎসব সংশ্লিষ্ট কাজে নিয়োজিত দ্যানিয়া নামে এক নারী জানান, কর্মক্ষেত্রের বেশিরভাগ মানুষ নারী হওয়ায় সামাজিক ভারসাম্যও নষ্ট হচ্ছে। তার সহকর্মী জানের মতে, পুরুষ সঙ্গীর অভাবে অনেক নারী বিদেশে সঙ্গী খুঁজছেন।

এ অবস্থায় ‘কোমান্ডা২৪’-সহ নানা প্ল্যাটফর্ম ‘মেন উইথ গোল্ডেন হ্যান্ডস’ নামে হ্যান্ডিম্যান পরিষেবা দিচ্ছে। এসব হ্যান্ডিম্যানরা প্লাম্বিং, কাঠের কাজ, বৈদ্যুতিক মেরামত, টিভি ইনস্টলেশনসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেন। আরেকটি পরিষেবা ‘রেমন্টদারবি.এলভি’ অনলাইন ও ফোন— উভয় মাধ্যমেই ঘণ্টাচুক্তিতে লোক পাঠিয়ে পেইন্টিং, পর্দা লাগানোসহ রক্ষণাবেক্ষণ কাজ করে থাকে।

আরও পড়ুন: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘর্ষ, দুই দিনে নিহত ৭

বিশেষজ্ঞরা মনে করেন, লাটভিয়ার দীর্ঘস্থায়ী লিঙ্গ বৈষম্যের অন্যতম কারণ পুরুষদের স্বল্প আয়ুষ্কাল। ধূমপান, অতিরিক্ত ওজন, স্থূলতা এবং জীবনযাত্রা-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকিকে প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য বলছে, দেশটিতে পুরুষদের ৩১ শতাংশ ধূমপায়ী, নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ১০ শতাংশ।

‘স্বামী ভাড়া’ পরিষেবা শুধু লাটভিয়ায় নয়, বিশ্বের অন্যান্য জায়গাতেও জনপ্রিয় হচ্ছে। ২০২২ সালে যুক্তরাজ্যের লরা ইয়াং ‘রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড’ উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তার স্বামী জেমস এখনো ঘণ্টা ও দিনভিত্তিক চুক্তিতে নানা গৃহস্থালি কাজ করছেন এবং ব্যস্ত সময়সূচির মধ্যেও বুকিং নিচ্ছেন।

সূত্র: এনডিটিভি