লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরায়েলের তীব্র বিমান হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫২ পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার গভীর রাত, বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ ডিসেম্বর) মধ্যরাতের পর এ হামলা পরিচালিত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের ব্যবহৃত একাধিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেই এ হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, রাদওয়ান ফোর্স যে প্রশিক্ষণ ও পরিকল্পনা কেন্দ্রগুলো ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেয়—সেগুলোই বিমান হামলায় ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩০, অন্ধকারে ২ হাজার ঘরবাড়ি

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাদওয়ান সদস্যদের “ট্রেনিং অ্যান্ড কোয়ালিফিকেশন গ্রাউন্ড” লক্ষ্য করে আঘাত হানা হয়েছে, যেখানে তারা হামলার কৌশল তৈরি ও বাস্তবায়ন করে থাকে বলে দাবি করা হয়।

লেবানন কর্তৃপক্ষ বা হিজবুল্লাহর পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘর্ষ, দুই দিনে নিহত ৭