জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) সুনামি সতর্কতা জারি করেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ০২:৪৪) আওমোরি উপকূলে ২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।
আরও পড়ুন: ন্যাটোর যেকোনো সদস্যদেশে হামলা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব
মাত্র কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সোমবারের সেই ভূমিকম্পের পর সরকার হোক্কাইডো থেকে টোকিওর পূর্বের চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাসকারীদের সতর্ক করে দেয়। এক সপ্তাহের মধ্যে আরও একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
সর্বশেষ ৬.৭ মাত্রার এই ভূমিকম্প অঞ্চলজুড়ে আতঙ্ক বাড়িয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে গাজায় মানবিক বিপর্যয়, ৮ মাসের শিশুর মৃত্যু
সূত্র: আল-জাজিরা





