এবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের উত্তেজনা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে ভারতের একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডসহ বিভিন্ন ইস্যুতে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: ভারত যদি বাংলাদেশে নজর দেয়, আমাদের ক্ষেপণাস্ত্র জবাব দেবে

বিক্ষোভকে কেন্দ্র করে আগে থেকেই ডেপুটি হাইকমিশন চত্বর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে পুলিশ। একাধিক স্তরে লোহার ব্যারিকেড বসানো হলেও বিক্ষোভকারীরা তৃতীয় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন, কেউ কেউ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: উদীয়মান প্রযুক্তিকে কেন্দ্র করে সামরিক নীতি পুনর্গঠন করছে ইরান

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। এ সময় আটক ব্যক্তিদের বহনকারী প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে কিছু বিক্ষোভকারী প্রতিবাদ জানাতে থাকেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এদিন শুধু হিন্দুত্ববাদী সংগঠনই নয়, সিপিআইএমসহ বিভিন্ন বামপন্থি দলের আহ্বানেও বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশ্যে পৃথক কেন্দ্রীয় মিছিল বের করা হয়। পাশাপাশি বিকেলে বিভিন্ন গণসংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

এর আগে গত ২০ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ করে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। সেদিন বেগবাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ে শতাধিক নেতাকর্মী জমায়েত হয়ে উপ-দূতাবাসের দিকে এগোতে গেলে পুলিশ তাদের আটকে দেয়।