ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক: ট্রাম্পের দাবি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:১২ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় ‘বড় আকারের হামলার সময়’ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক করা হয়েছে এবং বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে’। খবর এপি ও সিবিএস নিউজের। 

শনিবার (৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় এই অভিযান চালানো হয়েছে এবং তা যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

তার দাবি অনুযায়ী, অভিযানের সময়ই মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ করা হয় এবং পরে তাদের দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়।

 ট্রাম্পের পোস্টে অভিযানের সময়, স্থান বা মাদুরোর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একই সঙ্গে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানে বিক্ষোভকারীর মৃত্যু হলে ‘শক্ত প্রতিক্রিয়া’

এদিকে ভেনেজুয়েলার পক্ষ থেকেও ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে কারাকাসে বিস্ফোরণ ও যুক্তরাষ্ট্রের ‘সামরিক আগ্রাসনের’ অভিযোগ ঘিরে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট মাদুরো।