মার্কিন হামলায় নিহত শতাধিক: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে দেশটিতে ভয়াবহ প্রাণহানির তথ্য প্রকাশ পেয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ওই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো রাষ্ট্রীয়ভাবে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে কারাকাসের পক্ষ থেকে নিহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী ইতোমধ্যে তাদের ২৩ জন সদস্য নিহত হওয়ার একটি তালিকা প্রকাশ করেছে।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ
ভেনেজুয়েলার কর্মকর্তাদের দাবি, অভিযানের সময় মাদুরোর নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য অংশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁদের ভাষায়, এসব হত্যাকাণ্ড ‘ঠান্ডা মাথায়’ চালানো হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।
এদিকে, ভেনেজুয়েলায় অবস্থানরত কিউবার সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাভানা। কিউবা সরকার বলেছে, মার্কিন হামলার সময় তাদের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।
আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো আরও জানান, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান। মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হন বলে দাবি করা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো নিহত সেনাসদস্যদের ‘বীর’ আখ্যা দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। তিনি জানান, নিহতদের স্মরণে গত মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করেনি, বরং লাতিন আমেরিকাজুড়ে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।





