বিশ্বশান্তি ঝুঁকিতে আছে: গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:১৫ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয়’ নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমঝোতা না হলে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হুমকির পর ট্রাম্প মন্তব্য করেছেন যে বর্তমান পরিস্থিতিতে বিশ্বশান্তি ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের মুখে পড়তে হতে পারে। গ্রিনল্যান্ডের মালিকানা হস্তান্তর বা বিক্রিতে যদি তারা সম্মত না হয়, তাহলে জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ফুটবল মাঠেই ১১ জনকে গুলি করে হত্যা

ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ডে আগ্রহী হওয়ায় এটি ‘বিশ্বশান্তির জন্য হুমকি’ হতে পারে। তিনি দাবি করেন, ‘কেবল যুক্তরাষ্ট্রই এই খেলা খেলতে পারে’ এবং গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে আনলে নতুন ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সক্ষমতায় পরিচালিত হবে।

বিবিসির অর্থনীতিবিষয়ক সম্পাদক মন্তব্য করেছেন, এই বক্তব্য ও শুল্ক হুমকি ‘নজিরবিহীন ও বাস্তবতা-বিবর্জিত’। ইউরোপের আট দেশের কর্মকর্তারা পরিস্থিতিতে বিভ্রান্ত এবং এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র–ইউরোপ সম্পর্ক আরও অবনতির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে সতর্কতা জারি, ভ্রমন এড়ানোর পরামর্শ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণেরই।

এরই মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে হাজারো মানুষ ট্রাম্পের দাবির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর জন্য’ ও ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ লেখা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডাকেছেন। রোববার আরও পরের দিকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স