স্ত্রী-সন্তান রেখে হিজড়া সেজে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৩ | আপডেট: ১:৩৭ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই পুরুষ। তাঁদের কারও স্ত্রী-সন্তানও রয়েছে। হিজড়া সেজে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ৯ কথিত হিজড়াকে গ্রেপ্তার করার বিষয়টি জানান। তাঁদের আজ দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)। 

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

ওসি জানান, তাঁরা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। জনৈক পাপ্পু হিজড়া তাঁদের গুরুমাতা। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাঁদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে দেন দৈনিক ৬০০ টাকা। তাঁদের কারও বাড়ি লক্ষ্মীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা, কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাঁদের কয়েকজন বিবাহিত এবং স্ত্রী-সন্তানও আছে। 

আজ দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন তাঁরা। তিনি দিতে অস্বীকৃতি জানালে জোর করে ২০০ টাকা কেড়ে নেন। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোনকল করলে মিরপুর মডেল থানা-পুলিশের একটি দল অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত