সাবেক সিইসি নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ন, ২৩ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
সাবেক সিইসি নুরুল হুদা। ছবিঃ সংগৃহীত
সাবেক সিইসি নুরুল হুদা। ছবিঃ সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে নুরুল হুদাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।

আরও পড়ুন: সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে ‘অনিয়ম ও কারচুপির’ অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করে মামলা করেছে বিএনপি।

গত রোববার (২২ জুন) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় “অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন আয়োজন” এর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

আরও পড়ুন: ১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ নির্বাচন কর্মকর্তা চাকরিতে পুনর্বহারের নির্দেশ আপিল বিভাগের