সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত রমনা ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-প্রশাসন) শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২২ আগস্ট) খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার শচীন মৌলিককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর সরকার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আদালত আবেদন গ্রহণ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি-৬ এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর শচীন মৌলিক মরণাস্ত্র ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। যা মানবতাবিরোধী অপরাধ আইনের আওতাভুক্ত।