শীতে শুষ্ক ত্বকের যত্নে কার্যকর ৩ প্রাকৃতিক ক্লিনজার

Any Akter
বাংরাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৫ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শীত এলেই ত্বকের ওপর এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। এ সময় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, খসখসে ভাব দেখা দেয় এবং অনেক ক্ষেত্রেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। মূলত শীতকালে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা দ্রুত কমে যাওয়াই এই সমস্যার প্রধান কারণ।

অনেক সময় কেমিক্যালযুক্ত ফেসওয়াশ ব্যবহারের ফলে ত্বকের পিএইচ ব্যালান্স নষ্ট হয়ে যায় এবং প্রাকৃতিক তেল উঠে গিয়ে ত্বক আরও বেশি রুক্ষ হয়ে ওঠে। এ সমস্যা এড়াতে প্রাকৃতিক ক্লিনজার ব্যবহার করলে ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি আর্দ্রতাও বজায় থাকে। চলুন জেনে নেওয়া যাক শীতে ত্বকের যত্নে কার্যকর তিনটি প্রাকৃতিক ক্লিনজার সম্পর্কে—

আরও পড়ুন: ফ্যাটি লিভার কমাতে সহায়ক ৩ প্রাকৃতিক পানীয়

কাঁচা দুধ

কাঁচা দুধ ত্বকের কোমলতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের ভেতরে জমে থাকা ময়লা ও মৃত কোষ দূর করতে সাহায্য করে। পরিষ্কার তুলো কাঁচা দুধে ভিজিয়ে মুখে হালকা ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিলে ত্বক হবে নরম ও উজ্জ্বল।

আরও পড়ুন: স্মার্টফোন শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

মধু

মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের শুষ্কতা ও খসখসে ভাব দূর করতে সহায়তা করে। এক চা চামচ মধুর সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে হালকা করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে ত্বক হয়ে উঠবে কোমল ও সতেজ।

আলু

আলু ত্বকের যত্নে একটি সহজ ও কার্যকর উপাদান। ডার্ক সার্কেল থেকে শুরু করে সানবার্ন দূর করতেও এটি সহায়ক। একটি আলু খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে মুখে লাগান। প্রায় ১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিলেই ত্বকে পার্থক্য বুঝতে পারবেন।

শীতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত এই প্রাকৃতিক ক্লিনজারগুলো ব্যবহার করলে ত্বক থাকবে স্বাস্থ্যকর ও উজ্জ্বল।