যে পোশাকগুলো কখনোই ওয়াশিং মেশিনে দেওয়া উচিত নয়

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আধুনিক জীবনে ওয়াশিং মেশিন আমাদের দৈনন্দিন কাজকে সহজ করেছে। সময় ও শ্রম বাঁচাতে অনেকেই এখন সব ধরনের পোশাক মেশিনে ধুয়ে ফেলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার উপযোগী নয়। কিছু পোশাক আছে, যেগুলো মেশিনে ধোয়া হলে স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। সূক্ষ্ম কাপড়, ভারী কাজ করা পোশাক কিংবা বিশেষ ধরনের ফ্যাব্রিক জোরে ঘূর্ণন, পানির চাপ ও ডিটারজেন্টের ক্ষতিকর প্রভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তাই কাপড়ের ধরন বুঝে ধোয়ার বিষয়ে সচেতন হওয়া জরুরি।

সিল্ক ও সাটিনের পোশাক

আরও পড়ুন: ঘুমানোর আগে স্ক্রিন টাইম কি ক্ষতি করছে আপনার ঘুম ও স্বাস্থ্যের?

সিল্ক, সাটিন কিংবা বিলাসবহুল ফ্যাব্রিকের পোশাক ওয়াশিং মেশিনে ধোয়া উচিত নয়। এসব কাপড় ডিটারজেন্ট, তাপ ও ঘর্ষণের প্রতি অত্যন্ত সংবেদনশীল। মেশিনে ধোয়ার ফলে সিল্কের স্বাভাবিক চকচকে ভাব নষ্ট হয়ে যায়। এ ধরনের পোশাক ড্রাই ক্লিন অথবা হালকা ডিটারজেন্ট দিয়ে হাতে ধোয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কাশ্মিরী সোয়েটার

আরও পড়ুন: গর্ভাবস্থায় এড়ানো উচিত সাধারণ ৫টি ভুল, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

কাশ্মিরী সোয়েটার অত্যন্ত ব্যয়বহুল ও নরম ফ্যাব্রিকের তৈরি। ওয়াশিং মেশিনে ধোয়ার ফলে এর তন্তু সঙ্কুচিত হয়ে যেতে পারে এবং পোশাকের আকার নষ্ট হয়, যা আর আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। স্বাভাবিক তাপমাত্রার পানিতে আলতো করে হাতে ধুলেই এই পোশাক দীর্ঘদিন ভালো থাকে।

লেদার ও আর্টিফিশিয়াল লেদার

চামড়ার জ্যাকেট, প্যান্ট বা স্কার্ট কখনোই ওয়াশিং মেশিনে দেওয়া উচিত নয়। পানি চামড়ার প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়, ফলে চামড়া ফেটে যেতে পারে বা বিকৃত হতে পারে। একইভাবে আর্টিফিশিয়াল লেদারও মেশিনে ধোয়ার ফলে ফাটল ধরার ঝুঁকিতে থাকে। ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করা বা পেশাদার ক্লিনিং করানোই নিরাপদ।

ভারী কাজ করা পোশাক

সিকুইন, পুঁতি, আয়না বা ভারী এমব্রয়ডারির কাজ করা পোশাক মেশিনে ধোয়া ঝুঁকিপূর্ণ। মেশিনের স্পিনিংয়ে এসব কাজ খুলে যেতে পারে এবং মেশিনের ফিল্টার আটকে যাওয়ার আশঙ্কাও থাকে। এ ধরনের পোশাক আলাদা করে হাতে ধোয়া বা ড্রাই ক্লিনিং করাই উত্তম।

সাঁতারের পোশাক

সাঁতারের পোশাক দেখতে শক্ত হলেও এর তন্তু বেশ ভঙ্গুর। ওয়াশিং মেশিনে ধোয়ার ফলে কাপড়ের স্থিতিস্থাপকতা দ্রুত নষ্ট হয় এবং পোশাক ঢিলে হয়ে যায়। তাই ব্যবহার শেষে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে সঙ্গে সঙ্গে হাতে ধুয়ে নেওয়াই সবচেয়ে ভালো।

বিশেষজ্ঞদের মতে, পোশাকের লেবেলে দেওয়া ওয়াশিং নির্দেশনা মেনে চললে কাপড় দীর্ঘদিন নতুনের মতো রাখা সম্ভব।