বঙ্গবন্ধুর সমাধিতে ডিজিএফআ’র মহাপরিচালকসহ ৭ দেশের কর্মকর্তাদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ সাত দেশের আট সামরিক কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করেন।
আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব
সাত দেশের সামরিক কর্মকর্তারা হলেন- অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন। এ সময় সাত দেশের সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরে সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের আট সামরিক প্রতিনিধি ও তাদের পরিবারের মোট ২২ জন সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা সমাধিসৌধ এলাকা পরিদর্শন করেন।
আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
এ সময় ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছি। পরে সামরিক দলটি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হবে।