৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

MIZANUR RAHMAN
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ২৫ জুন ২০২৩ | আপডেট: ৯:৫৭ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়া ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকা থেকে ৫টি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. রাব্বি ও মো. লিটন ফকির ওরফে আব্দুল লতিফ। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি গোয়েন্দা-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

তিনি বলেন, ‘গত শনিবার (২৪ জুন) বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্য পাওয়া যায়, একজন মোটরসাইকেল চোর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকায় চোরাই মোটরসাকেল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. রাব্বিকে ১টি চোরাই মোটরসাইকেরসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বটতলা এলাকা থেকে মোটরসাইকেল চোর লিটন ফকিরকে ৪টি চোরাই মোটরসাইকেরসহ গ্রেফতার করা হয়। যার কোন বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেনি।’

গ্রেফতারদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা।

আরও পড়ুন: বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা