র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের করভী রাখসান্দ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৩ | আপডেট: ৭:৫৭ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৩
করভী রাখসান্দ। ছবি: সংগৃহীত
করভী রাখসান্দ। ছবি: সংগৃহীত

এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসাসাইসাই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের করভী রাখসান্দ।

২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এ পদক বিজয়ী চারজনের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: চিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

বৃহস্পতিবার ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কার ঘোষণা করে র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। পুরস্কার পাওয়া অপর ব্যক্তিরা হলেন, ভারতের রবি কানন, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরের ও পূর্ব তিমুরের ইগুনিও লেমোস।

ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসাসাইয় অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।

আরও পড়ুন: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা, কার্যক্রম নিষিদ্ধ

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ৩৮ বছর বয়সী করভী রাখসান্দ ছয় বন্ধুকে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেন। তারা ২০০৭ সালে অলাভজনক প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

জাগো ফাউন্ডেশন বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য কাজ করছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তার কাজের স্বীকৃতি হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদানের জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।