প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট শিক্ষাগত ঘাটতি পূরণে শুক্রবারও স্কুল-কলেজে ক্লাস ও পরীক্ষা চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ভিন্ন। উত্তরপূর্বাঞ্চল ও হাওড় এলাকায় বর্তমানে তাপমাত্রা কম। তবে, অতি বৃষ্টির কারণে কয়েকদিনের মধ্যেই সেখানে বন্যার কারণে পাঠদান বন্ধ রাখতে হতে পারে।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

শিক্ষামন্ত্রী আরও বলেন, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতি হয়। এই ক্ষতি পূরণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। এর মধ্যে রয়েছে শুক্রবারও স্কুল-কলেজে ক্লাস ও পরীক্ষা চালু রাখা।

তবে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী