ইসলামিক ফাউণ্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান।  ছবিঃ সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। ছবিঃ সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের  স্থলাভিষিক্ত হচ্ছেন।  বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: প্রবাসী ভবন ও বিএমইটি ফ্যাসিস্ট মাফিয়া ব্যবসায়ী পুনর্বাসনের আখড়া

তিনি বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।