অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল, সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও বেলালুল রহমানকে বাধ্যতামূলক অবসর

ছবিঃ সংগৃহীত
পুলিশের অতিরিক্ত আইজিপি পুলিশ সাব কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি সেলিম মোঃ জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসর প্রদান করা হয়।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
প্রজ্ঞাপনে বলা হয়। ২০১৮ সালের সরকারি চাকুরী বিধি আইনের ৪৫ নং ধারা অনুযায়ী তাকে সরকারি চাকরি হতে অবসর দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় মল্লিক ফখরুল ইসলাম সরকারি সফরে গিয়ে আর দেশের ফেরত আসেননি এক মাসেরও বেশি সময় ধরে। তার বিরুদ্ধে জুলাই আগস্ট পরিবর্তনের পর একটি মামলা রয়েছে।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী