ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৭০

দেশে নতুন বছরে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে দুজন। তাতে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিনজন। ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন।
সোমবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
সব মিলিয়ে এ বছরের প্রথম ছয় দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৭ জন। টানা তিন দিন মৃত্যুহীন থাকার পর গত শনিবার ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত রোববার কারও মৃত্যুর খবর আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের একজন চট্টগ্রাম বিভাগ এবং একজন ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। সব মিলিয়ে নতুন বছরের প্রথম ছয় দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৩৫৭ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৫ জন, ঢাকা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন, বরিশাল বিভাগে আটজন এবং সিলেট বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২০২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৯৮ জন। দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। ২০২২ সালে সারা দেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী