বিসিবির ৪৮টি ক্লাব ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা সংগঠকদের

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত না করায় দেশের ৪৮টি ক্লাব ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে। এসময় তারা সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি হিসেবে আখ্যা দিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তাই আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

এ ছাড়া বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, তারা আগেও বিসিবির নির্বাচন পেছানোসহ তিনটি দাবি জানিয়েছিলেন। ওই দাবিগুলো ছিল বিসিবির বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচন পুনঃতফসিল ঘোষণা, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর, পরবর্তী সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট আয়োজন।

তাদের দাবি উপেক্ষা করে গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। মাসুদুজ্জামান বলেন, ৬ অক্টোবরের নির্বাচনের মাধ্যমে আমাদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা বহু বিতর্কিত নির্বাচন দেখেছি, কিন্তু এবারের ভোটের মতো প্রকাশ্য প্রহসন আগে কখনও দেখিনি। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান এবং ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।