সাত বছর পর মা ছেলের সাক্ষাৎ
হিথরো বিমানবন্দরে আবেগে আনন্দঘন পরিবেশ

মাকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা তারেক রহমান। ছবিঃ সংগৃহীত।
দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ এআর এম্বুলেন্সে আজ লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছলে জ্যেষ্ঠ পুত্র বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা ও বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় তারেক রহমান মাকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হন।
মা ছেলের দীর্ঘদিন পর এই সাক্ষাতে এক আবেগঘন আনন্দ পরিবেশের তৈরি হয়। তাদের এই সাক্ষাতে সকলের চোখে ছিল আনন্দের পানি।