ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে?

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ সবসময়ই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন হিসেবে পরিচিত। এবার সেই আসর আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। শুক্রবার মধ্যরাতে অনুষ্ঠিত ড্র–তে চূড়ান্ত হয়েছে ১২টি গ্রুপে দলগুলোর অবস্থান। এই বিশ্বকাপে ফিফার সদস্য দেশের চার ভাগের এক ভাগ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে, যা ফুটবলের বৈশ্বিক বিস্তৃতিকে নতুন মাত্রা দিয়েছে।

ড্র অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে তুলনামূলক সহজ গ্রুপ জে–তে, যেখানে রয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ সি–তে আছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। ইউরোপের শক্তিশালী দলগুলোর মধ্যে জার্মানি পড়েছে অপেক্ষাকৃত সহজ গ্রুপ ই–তে, যেখানে রয়েছে কিউরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্ট। স্পেনকে ‘হট ফেভারিট’ ধরা হলেও তাদের গ্রুপ এইচ–এ রয়েছে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের মতো লড়াকু দল। গ্রুপ আই–এ আবারও দেখা যাবে ২০০২ সালের স্মরণীয় ফ্রান্স বনাম সেনেগাল মুখোমুখি লড়াই।

আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিশ্বকাপ তৃতীয়বার আয়োজন করতে যাচ্ছে মেক্সিকো, আর কানাডা আয়োজন করছে প্রথমবারের মতো। তিন দেশের আধুনিক স্টেডিয়াম, অবকাঠামো ও বিশাল দর্শকসমর্থন এবারের আসরকে করবে সবচেয়ে বর্ণিল। বৃহত্তর এই আসরে ১২ গ্রুপ থেকে ২৪ দল যাবে দ্বিতীয় রাউন্ডে। এছাড়া তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা ৮টি দল যুক্ত হয়ে দ্বিতীয় রাউন্ডে মোট ৩২ দল মুখোমুখি হবে।

এবারের বিশ্বকাপে রেকর্ডসংখ্যক নতুন দল অংশ নিচ্ছে। কেপ ভার্দে, কিউরাসাও, জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে। কেপ ভার্দে মাত্র ৬ লাখ জনসংখ্যার ছোট দেশ হয়েও ইতিহাস গড়েছে। ক্যারিবিয়ান দ্বীপ কিউরাসাও হয়েছে বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ। এশিয়ার জর্ডান ও উজবেকিস্তানও তাদের ফুটবলে ধারাবাহিক উন্নতির ফল পেয়েছে। প্রথম যৌথ তিন দেশের আয়োজন বিশ্বকাপকে বৈশ্বিকভাবে আরও বড় দর্শকসংখ্যা ও বাণিজ্যিক সাফল্য এনে দেবে বলে মনে করছে ফুটবলবিশ্ব।

আরও পড়ুন: আজ বিশ্বকাপ ২০২৬ এর ড্র: ৪৮ দলের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

শেষ পর্যন্ত গ্রুপ ড্র–তে যেখানে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগালসহ শক্তিশালী দল; সেখানে মঞ্চ সাজছে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের। বিশেষ আকর্ষণ হবে গ্রুপ পর্বেই এমবাপ্পে বনাম হালান্ডের সরাসরি দ্বৈরথ, যা বিশ্বকাপকে আরও রঙিন করবে।