বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলাম
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ সংকটময় সময়ে অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খালেদা জিয়ার উপস্থিতি জাতীয় পরিমণ্ডলে বিশেষ তাৎপর্য বহন করে।
আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম
তিনি জানান, কয়েক দশক ধরে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নাগরিক অধিকারের পক্ষে নেত্রীর অটল অবস্থান জাতির কাছে প্রেরণা হিসেবে কাজ করেছে। রাজনৈতিক প্রতিহিংসা, মামলার জটিলতা ও নানা বাধা সত্ত্বেও তাঁর দৃঢ় মনোবল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
নাহিদ ইসলাম বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন সময়ের স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা দেশের বহু প্রজন্মকে প্রভাবিত করেছে। সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
বিবৃতিতে তিনি খালেদা জিয়ার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শীঘ্র সুস্থতা ও দীর্ঘায়ুর কামনা করেন।





