১২৪ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার বদলি

ছবিঃ সংগৃহীত
পুলিশ হেডকোয়ার্টার সোমবার এক আদেশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২৪ জন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে। এদের মধ্যে অনেকেই নতুন পদোন্নতিপ্রাপ্ত।
পুলিশ হেডকোয়ার্টার ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদেরকে বদলির আদেশ জারি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট খন্ধকার শামীম ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা
আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব