বিশ্ব নারী দিবস-২০২৫
নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল এর ‘ফ্রি উইমেন হেল্থ ডে’

প্রতিবছরের ন্যায় এবারও ৮ই মার্চ শনিবার “বিশ্ব নারী দিবস” উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে আয়োজন করেছে “ফ্রি উইমেন হেল্থ ডে”।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্প।
আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি
দিনব্যাপী এই ফ্রি হেল্থ ক্যাম্পে আগত বিভিন্ন বয়সের নারীদের বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করবেন - গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হৃদ্রোগ সার্জন, কার্ডিওভাসকুলার সার্জন, ফিমেল সার্জন (ব্রেস্ট ও কলোরেক্টাল), ফিজিক্যাল মেডিসিন, কিডনীরোগ বিশেষজ্ঞ, ডার্মাটোলজিষ্ট (চর্মরোগ বিশেষজ্ঞ), ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল পথ্য ও পুষ্টিবিদ, ডেন্টাল সার্জন এবং শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
ক্যাম্পে আগত নারীদের জন্য থাকছে সকল পরীক্ষায় ৩৫% ছাড়। পুরো মার্চ মাস জুড়ে এই ছাড় বলবৎ থাকবে। ফ্রি রেজিস্ট্রেশন করতে ডায়াল করুন: ১০৬৬৭, ০১৮৪১ ৪৮০ ০০০, ০৯৬০৬ ১১১ ২২২
আরও পড়ুন: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর চন্দ্র রায়
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি নিছক প্রাইভেট হসপিটাল নয়। সমাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।