পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তা রদবদল

ছিবগাত সিআইডি প্রধান ও রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ০৭ মে ২০২৫ | আপডেট: ১২:১৫ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
মো. ছিবগাত উল্লাহ সিআইডি প্রধান ও রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি। ছবিঃ সংগৃহীত
মো. ছিবগাত উল্লাহ সিআইডি প্রধান ও রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান ও ঢাকা রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিআইডির নতুন প্রধান নিয়োগ করা হয়েছে শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে।

সিআইডির দায়িত্বপ্রাপ্ত ডিআইজি গাজী জসিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে শিল্প পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

সারদা পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল নিয়োগ করা হয়েছে পুলিশ হেড কোয়াটারের অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরীকে।  ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি নিয়োগ করা হয়েছে ডিআইজি সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে। 

ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেনকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি ডক্টর শোয়েব জিয়াজ আলমকে এসপিবিএন এ বদলি করা হয়েছে। 

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার উপসচিব মাহাবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে ১৫ কর্মকর্তার বদলি করা হয়। অপর প্রজ্ঞাপনে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবালকে ১২ এপিবিএন কমান্ডার নিয়োগ করা হয়েছে।