ফ্যাসিস্ট দোসরদের অপসারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দিনভর অবস্থান কর্মসূচি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ১৩ মে ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রশাসন থেকে আওয়ামী দোসর অপসারণ ও বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় অবস্থান কর্মসূচি পালন করে।  পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শতাধিক সাবেক সচিব ও কর্মচারীরা জনপ্রশল মন্ত্রণালয়ের সচিবের সাথে দেখা করতে যায়। কিন্তু সচিব অফিসে আসে নাই। বিকাল ৪ টার পর সচিব মোকলেসুর রহমান এলে অবস্থানরত কর্মচারী ফোরাম নেতাদের তোপের মুখে পড়েন। এর আগে বৈষম্য বিরোধী কর্মচারী নেতারা অতিরিক্ত সচিব এপিডি তাদের দাবিদাবাদের জন্য সাবস্ক্রাইব করেন।

সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জনপ্রসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীরা অবস্থান করেন। কর্মচারী ফোরামের পক্ষে  সাবেক সচিব আব্দুল খালেক ও কাজী মেরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও তাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি জনাব নুরুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এবং মহাসচিব মোজাহিদুল ইসলাম সেলিম (অফিস সহায়ক, এর নেতৃত্বে সংগঠনটির ১০/১৫ জন নেতাকর্মী জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব জনাব ড. মোখলেস উর রহমান এর দপ্তরে অবস্থান করেছিলে। 

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুবিধা ভোগী হিসেবে নিম্নলিখিত ০৬ জন সচিব কে অপসারণের জন্য দাবি করেছেন।

১. জনাব নাজমুল আহসান, সচিব, পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

২. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া,সচিব, কৃষি মন্ত্রণালয়।

৩. জনাব জাহেদা পারভীন, সচিব, সমন্বয় ও সংস্কার,  মন্ত্রিপরিষদ বিভাগ।

৪. জনাব মো. মফিদুর রহমান, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৫. জনাব মোকাব্বির হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 

৬. জনাব মো. তোফাজ্জল হোসেন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভার্চুয়ালি আলাপ করে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এর সদস্যদের জানান যে আগামী ২০ মে তারিখের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী সচিবদের অপসারণ করা হবে বলে আশ্বস্ত করেন।

উল্লেখ যে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম সদস্যদের, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী সচিবদের অপসারণ করা হবে বলে আশ্বস্ত করলে ১৭৩৫ ঘটিকায় বাংলাদেশ সচিবালয় ত্যাগ করেন।