ঢাকা রেঞ্জ ডিআইজির নাম ব্যবহার করে বদলী, পদায়ন সংক্রান্তে সতর্কতা
 
                                        সম্প্রতি ঢাকা রেঞ্জ ডিআইজির সাথে পরিচয়ের কথা বলে কিছু ব্যক্তি বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের নিকট তাদের চাহিত ইউনিটে পদায়নের নামে আর্থিক লেনদেন করছেন মর্মে তথ্য পাওয়া গেছে। বর্তমানে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ঢাকা রেঞ্জের ইউনিটসমূহে বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের বদলী ও পদায়ন করা হচ্ছে। অতএব, এক্ষেত্রে কারো সাথে আর্থিক লেনদেন পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। একইসাথে, ঢাকা রেঞ্জের আওতাধীন কোন ইউনিটে বদলী ও পদায়নের জন্য কারো প্রলোভনে প্রতারিত না হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় হস্তান্তরের জন্য বলা হলো।
ঢাকা রেঞ্জ ডিআইজির সাথে পরিচয়ের কথা বলে কোন ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করে প্রতারিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে। বর্ণিত বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির দপ্তর থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।
আরও পড়ুন: ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ই চায় এনসিপি





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    