১৮ সালের রাতের ভোটের নির্বাচন
রাতের ভোটের সিইসি নুরুল হুদা আটক

বহুল আলোচিত ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোটসহ জালিয়াতির অভিযোগের মামলায় সাবেক প্রদান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। পরে তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা
আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে বিএনপির পক্ষ থেকে রোববার সকালে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় সাবেক এই সিইসিকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নুরুল হুদাকে ‘গ্রেপ্তার’ না দেখিয়ে ‘আটক’ রাখার কথা বলা হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে বিক্ষুব্ধ জনতা তার বাসা থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শুনেছি তিনিসহ ২৪ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে। পর্যালোচনার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব