চেয়ারম্যান অপসারণ দাবি
‘মার্চ টু এনবিআর’শুরু, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব খাত সংস্কারের দাবিতে আজ শনিবার (২৮ জুন) থেকে শুরু হয়েছে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের শুল্ক, আয়কর ও ভ্যাট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় এনবিআর সদর দপ্তরের সামনে জড়ো হন।
আন্দোলনরত কর্মকর্তারা জানান, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
এদিকে আন্দোলনের মধ্যেই বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা এনবিআর ভবন ঘিরে মূল ফটক বন্ধ করে দিয়েছেন। tightened security measures have been taken around the NBR building. আন্দোলনকারীদের অভিযোগ, আইন-শৃঙ্খলা বাহিনী কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে দিচ্ছে না।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের পদত্যাগ ছাড়া তাঁরা কোনো সমঝোতায় যাবেন না। তাঁদের অভিযোগ, চেয়ারম্যান সমস্যার সমাধানে আগ্রহী নন এবং বারবার মিথ্যাচার করছেন।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়, আন্দোলন প্রত্যাহারের আহ্বান, বদলির আদেশ পুনর্বিবেচনা আগামী মঙ্গলবার তিন পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এক সংবাদ সম্মেলনে বলেন, এ মুহূর্তে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া সংস্কারের আর কোনো পথ খোলা নেই। আমরা চাই সব পক্ষের মতামতের ভিত্তিতে টেকসই সংস্কার হোক। নিপীড়নমূলক বদলির আদেশও প্রত্যাহার করতে হবে।”
প্রসঙ্গত, গত ১২ মে সরকার একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করে। এর প্রতিবাদেই শুরু হয় এনবিআরের ইতিহাসের অন্যতম বৃহৎ এই আন্দোলন।
সারা দেশে এনবিআর কার্যালয়গুলোর শাটডাউনের ফলে রাজস্ব আহরণে চরম ভাটা পড়ার আশঙ্কা করছে সরকার ও ব্যবসায়ী মহল। তীব্র অচলাবস্থা নিরসনে দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা।