ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ২৯ জুন ২০২৫ | আপডেট: ১:৪৮ অপরাহ্ন, ২৯ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি কার্যালয়। প্রাথমিকভাবে এটি তিন বছরের জন্য চালু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (২৯ জুন) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বৈঠকে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

আইন উপদেষ্টা বলেন, “জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। তাঁর সফরের সময় ও পরবর্তী সময়ে জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি। তাঁরা বাংলাদেশে তাদের মিশনের একটি শাখা অফিস খুলতে আগ্রহী ছিলেন।”

তিনি আরও জানান, এখন বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করা হবে এবং এরপর সেটি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বরাবর পাঠানো হবে। চূড়ান্ত হলে দ্রুতই সমঝোতা স্মারকে সই হবে।

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

প্রাথমিকভাবে এই কার্যালয় তিন বছরের জন্য চালু হলেও উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ নবায়নের সুযোগ থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

জাতিসংঘের এই কার্যালয় চালু হলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহায়তার ক্ষেত্রে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কার্যকরভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।