কুমিল্লার তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হলে, আইন মন্ত্রণালয়ের অনুমোদনে সব আসামির নাম মামলা থেকে প্রত্যাহার করা হয়। এতে বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিরাও অব্যাহতি পান।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেওয়া হয়।

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব

তবে, বিচারক সফিকুল ইসলাম বলেন, মামলার সময় খালেদা জিয়া গুলশানে তার বাসায় অবরুদ্ধ ছিলেন। ফলে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এ কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই বছরের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায়ও খালেদা জিয়া, বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৪২ জনকে আসামি করা হয়। এই মামলাতেও তার বিরুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় আদালত অব্যাহতি দেন।

এই মামলার বিচারক ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর আফরোজা শিউলি।

পিপি কাইমুল হক রিংকু বলেন, "এই তিনটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় আইন মন্ত্রণালয়ের কাছে আবেদন করে সেগুলো প্রত্যাহারের অনুমোদন চাওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মামলা তিনটি প্রত্যাহার করা হয়েছে।"

তিনি আরও জানান, "বর্তমানে চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।"