‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ৩:৪৯ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেছেন, এনবিআরের সাধারণ কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ নেই। তবে যারা সীমা লঙ্ঘন করেছেন, তাদের বিষয়ে ভিন্নভাবে বিবেচনা করা হবে।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, "এখানে এসেছি সবাইকে অভয় দিতে। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে ও ঠিকভাবে কাজ করে, তাহলে তাদের ভয়ের কিছু নেই। তবে যারা অনেক বড় আকারে সীমা লঙ্ঘন করেছে, তাদের বিষয়টি আলাদা দৃষ্টিতে দেখা হবে।"

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সরকারের নীতিগত সিদ্ধান্তের অংশ। আন্দোলনে শুধু ওই কয়েকজনই জড়িত ছিলেন না, অনেকেই অংশ নিয়েছিলেন। তবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। যদি এটি পরিকল্পিত হতো, তাহলে আরও বড় ক্ষতি হতে পারত।"

এদিন তিনি জানান, সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে মোট ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এটি আরও কিছুটা বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

এর আগে তিনি বিআর চালান এবং ডিএম সফটওয়্যার উদ্বোধন করেন।