জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৫ | আপডেট: ২:১২ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই অভ্যুথানে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাংকার্স বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মানসুর।

জানা গেছে, ১৪ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে, আর বাকি ১১ কোটি টাকা দেবে গত অর্থবছরে ৪০০ কোটির বেশি নিট মুনাফা করা ১১টি বাণিজ্যিক ব্যাংক। এ ছাড়া পুরো তহবিলটি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব