অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে ‘কাচ্চি ভাইকে’ জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১১ আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পাইকপাড়া এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টে ড্রেস কোডবিহীন ও হাতে গ্লাভসবিহীন খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি স্টোররুমে খাদ্য প্রস্তুতসহ স্বাস্থ্যসম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনে কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার
প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে।