সংসদীয় আসনের পুরো ভোট বাতিলের ক্ষমতা ফেরত চাইল নির্বাচন কমিশন

জাতীয় সংসদের কোনো আসনে ব্যাপক অনিয়ম ঘটলে পুরো আসনের ভোট স্থগিত বা বাতিল করার ক্ষমতা চায় নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে নির্বাচন কমিশনের হাতে শুধু নির্দিষ্ট ভোটকেন্দ্রের ভোট বাতিল বা স্থগিত করার সুযোগ থাকলেও, সম্পূর্ণ আসনের ভোট বাতিল করার আইনগত ক্ষমতা নেই। এই ক্ষমতা পুনরায় ফিরিয়ে আনতে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে ইসি।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
ইসি কমিশনার সানাউল্লাহ বলেন, "অনিয়ম, বিশৃঙ্খলা বা কারচুপির কারণে আমরা কেবল একটি নির্দিষ্ট কেন্দ্রের ভোট বাতিল করতে পারি। তবে অনেক সময় দেখা যায় একটি আসনের একাধিক কেন্দ্রে একই ধরনের অনিয়ম হয়। সে ক্ষেত্রে পুরো আসনের নির্বাচন বাতিল করা প্রয়োজন হয়ে পড়ে। তাই আমরা সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। আশা করছি, সরকার আমাদের সেই ক্ষমতা ফিরিয়ে দেবে।"
উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ মে আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করে। সংশোধিত খসড়ায় নির্বাচন কমিশনের পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা রাখা হয়নি।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
তবে এ বিষয়ে নতুন করে চিন্তা-ভাবনা করছে সরকার। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচন কমিশনকে পুনরায় সম্পূর্ণ আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে দিতে আইন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।