ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করবেন যেভাবে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৩ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এখন রিল ডাউনলোড করা বেশ সহজ একটি বিষয়। ২০২৩ সালে ফিচারটি চালু হওয়ার পর থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে এখনো ইনস্টাগ্রামে সরাসরি স্টোরি ডাউনলোডের সুবিধা নেই। ফলে প্রিয় ক্রিয়েটরদের স্টোরি ২৪ ঘণ্টা পরেই হারিয়ে যায়—যদি না তারা সেটি আর্কাইভ করে রাখেন।

তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ পদ্ধতিতে ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করা সম্ভব—যদিও তা ইনস্টাগ্রামের নিজস্ব ফিচার নয়।

আরও পড়ুন: ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনছে মেটা

কেন স্টোরি ডাউনলোড করা দরকার

  • ইনস্টাগ্রাম স্টোরি শুধুমাত্র মুহূর্ত ভাগাভাগির মাধ্যম নয়; এটি অনেকের জন্য অনুপ্রেরণার উৎসও।
  • প্রিয় ক্রিয়েটরদের ভ্রমণ বা জীবনের বিশেষ মুহূর্ত সংরক্ষণ,
  • নতুন কনটেন্ট আইডিয়া, ফ্যাশন বা ডিজাইন অনুপ্রেরণা পাওয়া,
  • কিংবা ব্র্যান্ড মনিটরিং ও প্রতিযোগী বিশ্লেষণ — এসব কারণেই অনেকেই স্টোরি সংরক্ষণ করতে চান।

কিন্তু যেহেতু ইনস্টাগ্রাম সরাসরি স্টোরি ডাউনলোডের অপশন দেয় না, তাই বিকল্প ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করতে হয়।

আরও পড়ুন: কাগজে নয়, মানুষ গুগলে খোঁজে আপনার নাম

ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোডের সহজ পদ্ধতি

  • ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন।
  • যে স্টোরি ডাউনলোড করতে চান, তার লিংক কপি করুন (শেয়ার আইকনে ক্লিক করে “Copy Link” নির্বাচন করুন)।
  • My Story Saver
  • ওয়েবসাইটে গিয়ে লিংকটি পেস্ট করুন।
  • “Download” বাটনে ক্লিক করুন — কিছুক্ষণের মধ্যেই ভিডিও বা ছবি সংরক্ষণ হবে।

এই পদ্ধতিতে স্ক্রিনশট ছাড়াই সম্পূর্ণ স্টোরি সংরক্ষণ করা সম্ভব। এছাড়া-

  • ভিডিওর মান উচ্চ থাকে,
  • সব ডিভাইসে কাজ করে,
  • ব্যবহার পদ্ধতি সহজ।

ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোডের সময় অবশ্যই কিছু নৈতিক নীতিমালা মেনে চলা জরুরি—

  • কারও ব্যক্তিগত কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করবেন না,
  • কেবল নিজের বা পাবলিক অ্যাকাউন্টের স্টোরি ডাউনলোড করুন,
  • ডাউনলোডকৃত কনটেন্ট বাণিজ্যিক বা বিভ্রান্তিকর কাজে ব্যবহার করা অনৈতিক।

ইনস্টাগ্রাম স্টোরি মানুষের জীবনের ক্ষণস্থায়ী ঝলক-যা অনেক সময় মনে রাখার মতো। যদিও প্ল্যাটফর্মটি নিজে সেই সুযোগ দেয় না, নির্ভরযোগ্য টুল ব্যবহার করে নিরাপদে সংরক্ষণ করা যায় প্রিয় মুহূর্তগুলো।

সূত্র: টেকলয়