আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৩ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (FIDH)-এর সভাপতি অ্যালিস মোগওয়ে সোমবার গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা বাংলাদেশের এবং বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন।

অধ্যাপক ইউনুস তার সাক্ষাতের জন্য মিসেস মোগওয়েকে ধন্যবাদ জানিয়ে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “গত মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে আমি অনেক আন্তর্জাতিক মানবাধিকার কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি তাদের সবাইকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছি, কারণ দেশটি একটি গুরুত্বপূর্ণ সময়ের দিকে এগোচ্ছে। প্রত্যেকটি ভিজিট উপেক্ষিত বিষয়গুলো সামনে আনে এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করায়।”

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

অধ্যাপক ইউনুস তার প্রিয় বন্ধু, মরহুম আর্কবিশপ ডেস্কমন্ড টুটুর কথাও স্মরণ করেন এবং ন্যায় ও মানব মর্যাদার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

সাক্ষাতের সময় গাজায় মানবিক সঙ্কটও প্রধান আলোচ্য বিষয় ছিল। মিসেস মোগওয়ে গাজার জনগণকে সহায়তার জন্য FIDH-এর চলমান প্রচেষ্টা তুলে ধরেন এবং অধ্যাপক ইউনুসের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

তিনি অধ্যাপক ইউনুস নেতৃত্বাধীন অস্থায়ী সরকারের মানবাধিকার ও গণতান্ত্রিক নীতিগুলো রক্ষা করার অঙ্গীকারের প্রশংসা করেন। এছাড়া ১৫ বছরের স্বৈরতান্ত্রিক শাসনের প্রতিফলন তুলে ধরে, মিসেস মোগওয়ে জোরপূর্বক নিখোঁজ হওয়া এবং মতপ্রকাশ দমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, যুবকরা পরিবর্তনের জন্য শক্তিশালী আকাঙ্ক্ষা দেখাচ্ছে” এবং যোগ করেন যে, তিনি প্রতিদিন বাংলাদেশকে নিজের চিন্তায় ও প্রার্থনায় মনে রাখেন। ওধিকার-এর সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা এই সাক্ষাতে উপস্থিত ছিলেন।