বিএনপি ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হবে: তারেক রহমান

বেসরকারি শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দলটি ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের জাতীয়করণসহ তাদের ন্যায্য দাবি পূরণ করা হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আশ্বাস দেন।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
তারেক রহমান বলেন,“দেশকে এগিয়ে নিতে হলে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, আর সে রাষ্ট্র নির্মাণের মূল চালিকাশক্তি হলেন শিক্ষক সমাজ। শিক্ষকরা দুর্বল থাকলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। আমরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি।”
আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
বিএনপি নেতা জানান, দলটি শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করার বিষয়ে নীতিগতভাবে একমত, এবং আগামী নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
তারেক রহমান বলেন, “সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতিবিরোধী আন্দোলনের সূচনা করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে সুশৃঙ্খল না করতে পারলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী অংশ নেন। তারা বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও চাকরি জাতীয়করণের দাবি জানান।
আয়োজকরা জানান, শিক্ষকদের এই ঐক্যবদ্ধ আন্দোলন দেশের শিক্ষা খাতের উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রাখবে।