শহীদ জিয়াউর রহমানের মাজারে এ্যাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:২৬ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব-AAB) এর নবনির্বাচিত ছয় সদস্যের কমিটি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ করেন।

উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

এ্যাবের নবনির্বাচিত আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবসহ সকল পর্যায়ের কৃষিবিদবৃন্দকে ঐক্যবদ্ধ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এ্যাবের সাবেক আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল, কৃষিবিদ প্রফেসর আবুল বাশার, কৃষিবিদ শফিকুল ইসলাম শফিক ও প্রফেসর জামশেদ আলম (সদস্য ও দপ্তর) সহ সর্বস্তরের কৃষিবিদ নেতৃবৃন্দ।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি