ক্যামেরুন হাইল্যান্ডে ব্যাপক অভিযান
মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসন প্রত্যাশী আটক
মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন স্পট ক্যামেরুন হাইল্যান্ডে ব্যাপক অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালিত হয় দুপুর ২টা পর্যন্ত।
৫৪৭ সদস্যের একটি বিশাল টিম ওই পাহাড়ি এলাকার ব্যবসায়িক কেন্দ্র, নির্মাণ প্রকল্প, সবজি প্যাকিং জোন ও কৃষিখামার—এই চারটি সেক্টরে সমন্বিতভাবে অভিযান চালায়। বার্নামার তথ্যমতে, অভিযান শুরুর সময় বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত থাকায় পালানোর সুযোগ পাননি।
আরও পড়ুন: আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় এক মাস আগে এ অভিযান পরিকল্পনা করা হয়। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ক্যামেরুন হাইল্যান্ডে অবৈধ অভিবাসীদের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও সামাজিক চাপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযানে মোট ১,৮৮৬ জনকে যাচাই করা হয়, যার মধ্যে বিভিন্ন অপরাধে ৪৬৮ জনকে আটক করা হয়। কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে অবস্থান করছিলেন, কেউ কোনো নথিই দেখাতে পারেননি, আবার বেশ কয়েকজন সন্দেহভাজন ভুয়া অস্থায়ী কাজের অনুমতিপত্র প্রদর্শন করেন।
আরও পড়ুন: বড়লেখায় পুলিশি ছিত্তমে অতিষ্ঠ আমেরিকা প্রবাসী হাসান!
আটকদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু।
২০ থেকে ৫৪ বছর বয়সী এসব অভিবাসন প্রত্যাশীকে কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের বিভিন্ন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হবে বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন বিভাগ।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়া জুড়ে মোট ৮৩ হাজার ৯৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
-





