সড়ক সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

Sanchoy Biswas
মাহমুদুল হক শুভ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১৭ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ ৩ কিলোমিটার বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার হাজারো মানুষ। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত এই রাস্তায় সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণীপেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

জানা যায়, ২০২০ সালের মার্চে ঈশ্বরগঞ্জ টু আঠারবাড়ি আঞ্চলিক মহাসড়কের ১৫ কিলোমিটার নির্মাণে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে কাজটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও, অন্য অংশ শেষ হলেও ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকার এই ৩ কিলোমিটার কাজ আটকে আছে। মূলত জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় স্থানীয়রা জমি ছাড়তে রাজি না হওয়ায় নির্মাণকাজ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

মাত্র ৩ কিলোমিটার এই রাস্তা দিয়ে ২টি উপজেলা, ৩টি ইউনিয়ন ও ৮টি গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ যাতায়াত করে। এই পথে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যেতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ও বেহাল দশায় থাকায় মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মানববন্ধনে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে নির্মাণকাজ বন্ধ। রোগী নিয়ে সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। অবিলম্বে রাস্তা সংস্কার ও নির্মাণকাজ শুরু করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত (০৭) দিনের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপি আহ্বায়ক সাইদুল ইসলাম ও সদস্য সচিব নুরে আলম জিকু প্রমুখ।