গেন্ডারিয়ার কচিকাঁচা মেলায় স্থগিত হলো শরৎ উৎসব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গেন্ডারিয়ার কচিকাঁচা মেলার মাঠে নির্ধারিত সময়েই শুরু হওয়ার কথা ছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজন ‘শরৎ উৎসব’। তবে শুক্রবার সকালেই হঠাৎ বাধার মুখে পড়ে অনুষ্ঠানটি, গতকালের মতো আজ সকালেও স্থগিত হয়ে যায় উৎসবের কার্যক্রম। 

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, পুলিশ এসে আয়োজনের জন্য পাতানো চেয়ারগুলো উঠিয়ে দিতে দিতে বলেন। আর তারা বলেন, এখানে কোনো আয়োজন হবে না। বেলা ১১টার পর এই বিষয় নিয়ে তারা কথা বলতে আসবেন।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ

তিনি বলেন, গতকাল সন্ধ্যা ৬টায় চারুকলা থেকে শরৎ উৎসবের স্থগিতাদেশ জানতে পারি। এরপর স্থানান্তরিত করলাম ভেন্যু। কিন্তু এখানেও কে বা কারা এই আয়োজনকে ফ্যাস্টিটের দোসরদের বলে বন্ধ করার চেষ্টা করছে।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক বলেন, তবে এখন সর্বশেষ চেষ্টা হিসেবে শিশুদের চিত্রাঙ্কন আয়োজনটি সম্পন্ন করার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে। এটিও উৎসবের অংশ ছিল এবং এতে কারও কোনো সমস্যা হবার কথাও নয়।

আরও পড়ুন: নির্বাচন ডাকাতি বন্ধ করতে আগের জড়িতদের চেহারা সামনে আনতে হবে: প্রধান উপদেষ্টা