জুলাই গণহত্যা
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দিয়েছেন।
মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এর মাধ্যমে ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ মামলায় ৩ আগস্ট সূচনা বক্তব্যর পরে ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহন শুরু হবে।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
গত বছরের ৭ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আজ শুনানির দিন ধার্য করা হয়েছিল।
এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে, সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এদিকে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন মামলার অন্যতম আসামী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
গত ১ জুন ট্রাইব্যুনাল-১ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে। এর আগে, ১২ মে তদন্তকারী সংস্থা জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে তাকে জুলাই গণহত্যার মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়।





