এনসিপির পদযাত্রা কর্মসূচি চলবে: খুলনায় নাহিদ ইসলামের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলের চলমান পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে। পূর্বে স্থগিত হওয়া মাদারীপুর ও শরীয়তপুরের সমাবেশও দ্রুত সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির নেতাকর্মীরা।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় আমাদের ওপর হামলা চালিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে আক্রমণ করে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ওপরও হামলা চালায়। এতে প্রমাণ হয় যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না এবং একটি জঙ্গি বাহিনীতে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্টের পর থেকে গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। ছাত্রলীগ ও যুবলীগের যেসব নেতাকর্মীর নামে মামলা রয়েছে, তারা সবাই এখন গোপালগঞ্জে আত্মগোপনে রয়েছেন।”
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
নাহিদ দাবি করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এতদিন কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে এনসিপির সাম্প্রতিক সমাবেশ সেই ধারণা ভেঙে দিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।