বাংলাদেশ তাঁত বোর্ড অফিসার্স এসোসিয়েশন নির্বাচন, সভাপতি মোহাম্মদ বায়েজীদ ভূঞা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ তাঁত বোর্ড অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বোর্ডের প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে কার্যকরী কমিটির ১১টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে বিজয়ী ১১ জন প্রার্থীরা হলেন, জনাব মোহাম্মদ বায়েজীদ ভূঞা সভাপতি, জনাব মো. মনজুরুল ইসলাম সহ-সভাপতি, জনাব মোঃ এবাদত হোসেন সাধারণ সম্পাদক, জনাব মো. জুলহাস খান সহ-সাধারণ সম্পাদক, জনাব মাহমুদুল হাসান অর্থ সম্পাদক, জনাব মো. মতিউর রহমান দপ্তর সম্পাদক, জনাব নূর-এ-সাফী আহনাফ সমাজ কল্যাণ সম্পাদক, জনাব মো. তাইফুল ইসলাম সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, জনাব মো. আবদুল্লাহ আল মামুন সাংগঠনিক ও প্রচার সম্পাদক, জনাব মো. আরিফ বিল্লাহ আল মাহমুদ নির্বাহী সদস্য, জনাব মো. তুষার হাসান নির্বাহী সদস্য।

আরও পড়ুন: বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি দল

নির্বাচন কমিশনের প্রধান মোহাম্মদ ইছা মিয়া নির্বাচনী ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, "সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আশা করি, নতুন কার্যনির্বাহী কমিটি কর্মকর্তাদের কল্যাণে ও বোর্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

নির্বাচনী ফলাফল বাংলাদেশ তাঁত বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ ও শাখাসমূহে প্রেরণ করা হয়েছে এবং চেয়ারম্যান মহোদয়কেও বিষয়টি অবগত করা হয়েছে।